(ক) হাল ও বকেয়া ভূমি উন্নয়ন কর নির্ধারণ ও আদায়।
(খ) ভূমি উন্নয়ন কর আদায়ের হিসাব সংরক্ষণ এবং আদায়কৃত ভূমি উন্নয়ন কর যথাসময়ে সরকারী কোষাগারে জমা প্রদান।
(গ) ভূমি উন্নয়ন করের মোট দাবী ও মোট আদায়ের বিবরণী সংরক্ষন করা।
(ঘ) বার্ষিক, ষান্মাসিক, মাসিক ও পাক্ষিক রিটার্নসমূহ প্রস্ত্তত ও দাখিলকরণ।
(ঙ) বকেয়া ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে সার্টিফিকেট প্রস্ত্তত (রিকুইজিশনপত্র) ও দাখিলকরণ।
(ছ) বন্দোবস্তযোগ্য খাসজমির বিবরণ উপজেলা ভূমি অফিসে প্রেরণ।
(জ) জমা খারিজ, একত্রীকরণ ও নামপত্তন মোকদ্দমার তদন্ত সম্পন্নকরণ ও যথাসময়ে তদন্ত প্রতিবেদন দাখিলকরণ।
(ঝ) নামপত্তন, জমা খারিজ ও একত্রীকরণ মোকদ্দমার আদেশ বুনিয়াদে রেজিস্টার ২ ও রেজিষ্টার-১ এ সংশোধনকরণ ও সংশোধনী প্রতিবেদন (তামিল প্রতিবেদন উপজেলা ভূমি অফিসে প্রেরণ।
(ঞ) বিবিধ দাবী ও আদায়ের হিসাব সংরক্ষণ।
(ট) হাট-বাজার, জলমহাল ও অন্যান্য সায়রাতমহালে সরকারী স্বার্থের প্রতি লক্ষ্য রাখা, প্রয়োজনে এসব মহাল থেকে সরকারী টোল আদায়করণ ও কোন ফাঁকি দেখা গেলে রিপোর্ট প্রদান।
(ঠ) দেওয়ানী মোকদ্দমাধীন সম্পত্তির হোল্ডিং এ নোট করণ, যথাসময়ে তথ্য বিবরণী প্রেরণ, সরকারী স্বার্থে দেওয়ানী মোকদ্দমায় সরকার পক্ষে সাক্ষী দেওয়া, সাক্ষী সংগ্রহকরণ ও মোকদ্দমার কার্যক্রম চলাকালীন যাবতীয় সহায়তাকরণ।
(ড) পুনর্গঠিত চর দখলসহ সিকস্তি ও পয়স্তি জমির পূর্ণ বিবরণ সংরক্ষণ ও উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন দাখিলকরণ।
(ঢ) অবৈধ হস্তান্তর, অগ্র ক্রয়াধিকার ও হুকুম দখলকৃত জমির বিবরণ প্রভৃতি সম্পর্কে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রয়োজনে রিপোর্ট প্রদান।
(ণ) জমির ব্যবহার ভিত্তিক শ্রেণী পরিবর্তন হলে সে বিষয়ে সহকারী কমিশনার(ভূমি) নিকট রিপোর্ট প্রদান ও ভূমি উন্নয়ন কর পুনঃনির্ধারণে সহায়তাকরণ।
(ত) পি ও ৯৮/৭২ ও ১০/৮৪ মোতাবেক সিলিং বহির্ভুত জমি চিহ্নিতকরণ ও তা উদ্ধারে সহায়তাকরণ।
(থ) বর্গা আইন বাস্তবায়নে সহায়তাকরণ।
(দ) সার্টিফিকেট মোকদ্দমাধীন হোল্ডিং এর পাওনা আদায়ের সাথে সাথে আদায় প্রতিবেদন (রিয়েলাইজেশন রিপোর্ট) সার্টিফিকেট অফিসারের নিটক প্রেরণ্।
(ধ) সার্টিফিকেট মোকদ্দমা বুনিয়াদে সরকারের অনুকুলে ক্রয়কৃত সম্পত্তির দখল বুঝে নেওয়া ও হিসাব সংরক্ষণ করা।
(ন) আওতাধীন সমস্ত সরকারী সম্পত্তির সুষ্ঠু সংরক্ষণ।
(প) অডিট আপত্তিসমূহের নিস্পত্তির লক্ষ্যে দ্রুত জবাব প্রদান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস