৩১ শর্য্যা বিশিষ্ট এ স্বাস্থ্য কমপ্লেক্সটিম উপজেলার নবীগঞ্জ বাসস্টেশন হতে প্রায় ২০০ গজ দক্ষিণে মদনপুর - মদনগঞ্জ সড়কের পূর্ব পার্শ্বেঅবস্থিত ।
এ স্বাস্থ্য কমপ্লেক্স হতে বড় পরিসরে -
ইনডোর সেবা আউটডোর সেবা
জরুরি বিভাগের সেবা মাঠ পর্যায়ে স্বাস্থ্য সেবা
ই পি আই সেনেটারি
১। স্বাস্থ্য শিক্ষা
২। প্রয়োজনীয় পুষ্টি সহ পর্যাপ্ত খাদ্য সরবরাহের উন্নয়ন।
৩। পর্যাপ্ত নিরাপদ পানি পান ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সহ পরিবেশের উন্নয়ন এর জন্য পরামশ দান।
৪। মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা এবং পরিবার পরিকল্পনা।
৫। প্রধান সংক্রামক রোগ সমূহের বিরুদ্ধে টিকার ব্যবস্থা গ্রহণ।
৬। আঞ্চলিক এনডেমিক রোগ সমূহের নিবারণ ও নিয়ন্ত্রণ ।
৭। সাধারণ রোগ ও যখমের চিকিৎসা ।
৮। অত্যাবশ্যকীয় ঔষধের ব্যবস্থা গ্রহণ।
১. .হাসপাতালে বহি:বিভাগে আগত রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা।২. হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা।৩. জরুরী বিভাগে আগত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করা। ৪.সকাল ৮.০০ ঘটিকা হইতে দুপুর ২.৫০ পর্যন্ত বহি:বিভাগে আগত রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়। ৫. ল্যাবরেটরীতে বিভিন্ন ধরণের পরীক্ষা করা হয়। ৬. এক্স-রে করা হয়। ৭. ভর্তি রোগীদের ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা দেওয়া হয়। ৮. জরুরী বিভাগে কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীগণ ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা দিয়ে থাকেন। ৯.ভর্তি রোগীদের বিনামূল্যে তিন বেলা খাবার সরবরাহ করা হয়। ১০.বিনামূল্যে টিকা প্রদান করা হয়। ১১. ডায়রিয়া আক্রান্ত রোগীদের খাবার স্যালাইন খাওয়ানো হয়ে থাকে। ১২. মাসিক রোগীদের প্রতিবেদন প্রদানসহ অন্যান্য প্রতিবেদন নিয়মিত ভাবে উর্ধবতন অফিসে প্রেরণ করা হয়। ১৩.যক্ষারোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
পোঃ নবীগঞ্জ, উপজেলা - বন্দর, জেলা - নারায়ণগঞ্জ।
পোস্ট কোড - ১৪১২
ফোনঃ ০২ - ৭৬৬১৪২২
ই-মেইলঃ bandar@uhfpo.dghs.gov.bd
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস